কুমিল্লাঃ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৪ দশমিক ৬%।
এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ০৯ জন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,১৫ আগস্ট রবিবার বিকেল থেকে ১৬ আগস্ট সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ১৮ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।
বাকিদের মধ্যে আদর্শ সদরের ১, সদর দক্ষিণের ২, বুড়িচংয়ের ৩৬, চান্দিনায় ১৩, চৌদ্দগ্রামের ১, দেবিদ্বারের ৭, দাউদকান্দির ৩২,লাকসামের৩৩, লালমাইয়ের ৬,বরুড়ার ৫,মেঘনায় ৪, হোমনায় ১,ব্রাক্ষণপাড়া উপজেলার ৫ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন,চান্দিনায় ২ জন করে রয়েছে। বুড়িচং, দেবিদ্বার,চৌদ্দগ্রাম, মেঘনা ও লালমাইয়ে ১ জন করে রয়েছে। মৃতদের মধ্যে ৬ জন নারী এবং ৩ জন পুরুষ।
জেলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২৪ হাজার ৫৮৫ জন। আজকে তুলনামূলক ভাবে মৃত্যু বেড়েছে, শনাক্ত ও নমুনা পরীক্ষা অনুযায়ী বাড়ছে। সকলকে সাবধানে থাকার আহবান জানিয়েছেন জেলা সিভিল সার্জন, কুমিল্লা।