মানিকগঞ্জ: জেলার শিবালয়ে ১৫ আগষ্ট উপলক্ষে বিদ্যুত সংযোগের জন্য আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ব্যাপী মাইকিং করা হয়েছে। যারা এখনও বিদ্যুত সংযোগ পাননি তাদেরকে জাতীয় শোকের মাসে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য মাস ব্যাপী মাইকিং করা হচ্ছে।
মুজিব বর্ষ উপলক্ষে ৪শ‘৬২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা হয়। এর মধ্যে যারা নদী ভাঙ্গনের কারনে ঘরবাড়ি ভেঙ্গে নিরাপদ স্থানে নতুন করে ঘরবাড়ি করায় এখন পর্যন্ত বিদ্যুত সংযোগ গ্রহন করেননি তাদেরকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অবসর-প্রাপ্ত মেজর জেনারেল মঈন উদ্দিনের কর্মসুচি অনুযায়ী ও মানিকগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো: আব্দুল রশিদ মৃধার নির্দেশে নদী ভাঙ্গন এলাকায় নৌকা যোগে বিদ্যুত সংযোগ দেওয়ার জন্য মাইকিং করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, এজিএম সদস্য সেবা তাজুল ইসলাম ভুইঁয়া,উথলী সাব-জোনাল অফিসের এজিএম ওএন্ডএম (ভার প্রাপ্ত) মাছুদুর রহমান, লাইনক্রু ইমরান হোসেন প্রমুখ। এজিএম তাজুল ইসলাম ভুইঁয়া বলেন, বিদ্যুৎ সংযোগ গ্রহনের জন্য কোন দালালের দ্বারাস্থ না হয়ে সরাসরি পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ করেন।