ঢাকাঃ নাতনীকে দেখতে আসা নানা-মামা শ্বশুরকে হাত বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে জামাই ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতনের শিকার আব্দুল মান্নান ও শহিদ মোল্লা।
এলাকাবাসী জানায়, সিংগাইরের খাসেরচর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে ছানিয়া আক্তারের সাথে সাভারের সাধাপুর কাজীপাড়া গ্রামের বসির মহাজনের ছেলে আবুল কালামের প্রায় ১৩ মাস আগে বিয়ে হয় । বিয়ের পরে গত ১০ আগস্ট মেয়ের নানা আব্দুল মান্নান ও মামা শহিদ মোল্ল্যা ছানিয়া আক্তারকে দেখতে তার শ্বশুর বাড়িতে আসলে পূর্ব শত্রুতার জের ধরে নানা ও মামাকে হাত বেঁধে মারধর করেন মেয়ের জামাই আবুল কালাম ও তার বাবা বসির মহাজন।
এ সময় মারধরের এক পর্যায়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয় তারা। পরে দুটি মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে বাড়ির ছাদে বেঁধে রাখে। সেখানে আবারও তাদেরকে মারধর করে হত্যার চেষ্টা করলে এলাকাবাসী গভীর রাতে জাতীয় জরুরি সেবা (৯৯৯) নাম্বারে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল এসে তাদেরকে উদ্ধার করে।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক নাজিউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করেন।
এ সময় তিনি আরো বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর বশির এবং আবুল কালাম নামে দুই জনকে আটক করা হয়েছে।