লক্ষ্মীপুরঃ প্রতিদিনের মতো-বিকেলে অন্য শিশুদের সাথে বাড়ীর সামনে রাস্তায় খেলা করছিলো জুনায়েদ (৬)।
এসময় বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুত্বর রক্তাক্ত জখম অবস্থায় সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ আগষ্ট) বিকাল চারটার সময় লক্ষ্মীপুরের রায়পুরের উত্তর কেরোয়া গ্রামে।
নিহত শিশু জুনায়েদ একই এলাকার অসহায় দিনমজুর মোঃ জুয়েল হোসেনের ছেলে। সন্ধায় জানাজা শেষে শিশুটিকে তাদের পারিবারিক কবরস্থানেই দাফনের ব্যবস্থা করা হয়েছে। একমাত্র শিশুকে সন্তানকে তার পিতা-মাতাসহ স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠেছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, কোরোয়া ইউপির উত্তর কেরোয়া গ্রামের মালিবাড়ি এলাকায় শিশু জুনায়েদ প্রতিদিনের মতো তার বাড়ীর সামনের রাস্তায় অন্য শিশুদের সাথে খেলা করছিলো। হঠাৎ করে কোথা থেকে মাইক্রোবাস শিশুটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী চালককে আটকের চেষ্টা করলেও সে পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর-সংবাদ শুনিনি। সন্ধা ৬টা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি। খোঁজখবর নেয়া হচ্ছে।