দুপচাঁচিয়া ফিরেছে চিরচেনা রূপে

মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি আগস্ট ১১, ২০২১, ০৩:০৮ পিএম
ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় কঠোর লকডাউনের শেষে বিধি নিষেধ শিথিলের প্রথম দিন বুধবার  (১১ আগষ্ট) সকাল থেকেই দুপচাঁচিয়া ফিরে এসেছে চিরচেনা রূপে। গণপরিবহন চালু হওয়ায় মানুষজন বেরিয়ে পড়েছে স্বতঃস্ফূর্তভাবে। এতে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হলেও উদ্বেগ বেড়েছে স্বাস্থ্যবিধি নিয়ে। 

দুপচাঁচিয়া উপজেলার প্রাণকেন্দ্র সিও অফিস বাসস্ট্যান্ড চিরচেনা রূপে ফিরে এসেছে। বুধবার সকাল থেকেই ওই এলাকায়  জনজটলার পাশাপাশি শুরু হয়েছে যানজট। সিও অফিস বাসস্ট্যান্ড সংযুক্ত আক্কেলপুর ও তালোড়া রোডেও ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে। তাছাড়া উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড, থানা মোড়, শহরতলা, পুরান বাজারসহ সর্বত্রই ফিরেছে স্বরূপে।

উপজেলা সদরের বাইরে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানেও দৈনন্দিন জীবনের স্বাভাবিকতা পরিলক্ষিত হয়েছে।

শপিংমলগুলোতে ক্রেতাদের ঢল নেমেছে। বেচাকেনায় ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন প্রকার বিপনী বিতানগুলোতে। কাঁচাবাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। তাছাড়া ক্ষুদ্রপরিবহন ইজিবাহক, অটোভ্যান, ভ্যানেও ব্যাপকহারে যাত্রী পরিবাহিত হচ্ছে সকাল থেকেই।

এর আগে ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত সরকার ঘোষিত একটানা ১৯ দিন কঠোর লকডাউনের কবলে ছিল সারাদেশ।