ধামইরহাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি আগস্ট ১০, ২০২১, ০৬:৪৬ পিএম
ধামইরহাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
ছবি: সংগৃহীত

নওগাঁঃ জেলার ধামইরহাটের ইসবপুর ইউনিয়নের সাহাপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ১০ আগস্ট সকাল ১০ টায় এ ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। উদ্বোধন শেষে ইসলামী ব্যাংকের পত্নীতলা উপজেলা শাখার এভিপি ও শাখা প্রধান মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক রাজশাহী বিভাগীয় জোন প্রধান  মো. মিজানুর রহমান (মিজি), সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল বেলাল হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিন্সিপাল অফিসার আব্দুল খালেক (লোটন), নিউ ফারিয়া মোবাইল ফ্যাশনের স্বত্বাধিকারী ও  ইসলামী ব্যাংক সাহাপুর কেন্দ্রের এজেন্ট মো. এনায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।