গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি
আগস্ট ১০, ২০২১, ০৬:১৯ পিএম
ফাইল ফটো
কুমিল্লাঃ গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৯ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন আজ ১০ জুলাই, মঙ্গলবার বিকেলে আগামী নিউজ জেলা প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৯ আগস্ট সোমবার বিকেল থেকে ১০ আগস্ট মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ৫৪ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।
বাকিদের মধ্যে আদর্শ সদরের ৫, সদর দক্ষিণের ১১, বুড়িচংয়ের ১০, চান্দিনায় ৮, চৌদ্দগ্রামের ২৯, দেবিদ্বারের ২২, দাউদকান্দির ৪, লাকসামের ৭, লালমাইয়ের ১০, নাঙ্গলকোটের ৩৩, বরুড়ার ৩৭,মনোহরগঞ্জের ১৮, মেঘনায় ১৮, হোমনায় ১৪, তিতাস ৯, ব্রাক্ষণপাড়া ১৫, মুরাদনগরের উপজেলার ৫ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন, লালমাইয় , দেবিদ্বারের ২ জন করে রয়েছে। এদিকে আদর্শ সদর, বুড়িচং, দাউদকান্দি, মনোহরগঞ্জ, মেঘনায় ১ জন করে রয়েছে। মৃতদের মধ্যে ৬ জন নারী এবং ৫ জন পুরুষ।
জেলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩০ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৯ হাজার ২৬৫ জন।