সাদুল্লাপুরে কৃষকদের মাঝে বীজ সার ও স্প্রে মেশিন বিতরণ

শামীম সরদার, সাদুল্লাপুর(গাইবান্ধা) প্রতিনিধি আগস্ট ৯, ২০২১, ০৪:৫৭ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ জেলার সাদুল্লাপুর  উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে বাছাইকৃত ২০ কৃষকের মাঝে  উন্নতমানের পাটবীজ, রাসায়নিক সার, কীটনাশক ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সাদুল্লাপুর  উপজেলা চত্বরে এগুলো কৃষকদের হাতে তুলে দেয়া হয়।

‌‌‌‌‌‌‘সোনালী আঁশের সোনার দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি পাট পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প এর আওতায় ২০ জন কৃষককে নির্বাচন করা হয়েছিল।

সার, বীজ ও স্প্রে মেশিন বিতরণের সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহি অফিসার মোছা রোকসানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, পাট অধিদপ্তর সাদুল্লাপুর পাট উন্নয়ন কর্মকর্তা শ্রী মিথুন চন্দ্র সরকার।