রাজশাহীঃ পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মো. জনি (২৫) নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী। রবিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহীতে নির্মানাধীন হাইটেক পার্ক সংলগ্ন আইবাঁধ এলাকায় পদ্মায় নেমে নিখোঁজ হন তিনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গিয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
পদ্মায় তলিয়ে যাওয়া জনি রাজশাহী কলেজের গণিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাসা চাঁপাইনবাবগঞ্জে। জনির পিতা ইয়াসিন আলী অবসরপ্রাপ্ত একজন পুলিশ সদস্য। তারা বাসা ভাড়া নিয়ে পরিবারসহ রাজশাহী নগরীর রায়পাড়া এলাকায় থাকতেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার আবদুর রউফ জানান, রাজশাহী কলেজ শিক্ষার্থী জনি তার এক বন্ধুর সঙ্গে পদ্মাপাড়ে ঘুরতে যান। আইবাঁধে মোটরসাইকেল রেখে তারা শখের বসে নদীতে গোসলে নামেন। নেমে হঠাৎ করেই পড়েন স্রোতের মুখে। তবে জনির বন্ধু তীরে আসতে সক্ষম হলেও তিনি তলিয়ে যান।
আবদুর রউফ বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে হাজির হয়ে পদ্মায় অভিযান শুরু করি। ডুবুরিরা কাজ করছেন। কিন্ত ওই ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি। তবে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।