যশোরে ৫৭ হাজার ২২২ জনের গণটিকা গ্রহণ

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি আগস্ট ৭, ২০২১, ০৯:১৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

যশোরঃ  জেলায় ৫৭ হাজার ২২২ জন গণটিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ৩১ হাজার ১০৬ জন পুরুষ ও ২৬ হাজার ১১৬ জন নারী রয়েছেন। লক্ষ্যমাত্রার চেয়ে ৮শ’ জন বেশি টিকা নিয়েছেন। শনিবার (৭ আগস্ট)  বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ।


সিভিল সার্জন অফিস জানিয়েছে, ৫৭ হাজার ২২২ টিকা গ্রহণকারীর মধ্যে যশোর পৌরসভায় ১ হাজার ৮শ’ সদর উপজেলায় ৯ হাজার জন , কেশবপুর উপজেলায়  ৫ হাজার ৪৩৭ জন, অভয়নগর উপজেলায় ৪ হাজার ৮০১ জন, মণিরামপুর উপজেলায় ১০ হাজার ২৩৩ জন, বাঘারপাড়া উপজেলায় ৫ হাজার ৩৪০ জন, শার্শা উপজেলায় ৬ হাজার ৮৩৫ জন, ঝিকরগাছা উপজেলায় ৭ হাজার ১৮৭ জন ও চৌগাছা উপজেলায়  ৬ হাজার ৫৮৯ জন রয়েছে।  

সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, সকাল ৯ টায় যশোর উপশহর ইউনিয়নে গণটিকা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। এসময় পেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, মেডিকেল অফিসার ডা. আদনান ইমতিয়াজ ও উপশগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান প্রমুখ। ডা. রেহেনেওয়াজ আরও জানান, গণটিকা কর্মসূচি রীতিমতো উৎসবে রুপ নেয়। মানুষের সরব উপস্থিতিতে নির্ধারিত সময়ের আগে কার্যক্রম শেষ হয়। শার্শা উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা প্রয়োগ করা হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. আবু শাহীন জানান, তিনটি স্তরে সুপারভিশন টিমের সদস্যরা টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এখনো পর্যন্ত কোন টিকা গ্রহণকারী কারো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, গণটিকার পাশাপাশি আরও ২ হাজার ৫শ’৭৯ জনকে নিয়মিত (রুটিন) টিকা প্রদান করা হয়েছে।  

উল্লেখ্য, যশোর জেলার ৯১ টি ইউনিয়নে  ৫৪ হাজার ৬শ’ ও যশোর পৌরসভার  ৯ টি ওয়ার্ডের ১৮ শ’ জনকে টিকা প্রয়োগ কার্যক্রম চলে।