গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি
আগস্ট ৭, ২০২১, ০৭:১১ পিএম
ফাইল ফটো
কুমিল্লাঃ গত ২৪ ঘণ্টায় ৩৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ২ শতাংশ।
এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল সাড়ে ৬ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৬ আগস্ট বিকেল থেকে ৭ আগস্ট শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ১৯৭ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৮, সদর দক্ষিণের ১, বুড়িচংয়ের ৮, চান্দিনার ৮, চৌদ্দগ্রামের ৪১, দেবিদ্বারের ৫, দাউদকান্দির ২, লাকসামের ১১, লালমাইয়ের ১৫, নাঙ্গলকোটের ১, বরুড়ার ৪৪, মুরাদনগরের উপজেলার ৫ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে চান্দিনা, বরুড়ার, চৌদ্দগ্রাম, দাউদকান্দির, মনোহরগঞ্জের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ।
জেলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৬৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫০জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৭ হাজার ৯৯১ জন।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মহিউদ্দিন জানান,চলতি সপ্তাহে প্রতিদিনই হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে। যদি এ রকম চলতে থাকে তাহলে রোগীর চাপ সামলানো কষ্টকর হয়ে যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জেলায় করোনা সংক্রমণের হার কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে।