সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সাধারণ সম্পাদককে বহিস্কার

মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি আগস্ট ৭, ২০২১, ০৫:৩০ পিএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জের বহুল আলোচিত সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলামকে কমিটির নিয়মবর্হিভুত কাজ, আদিবাসী সদস্যদের সাথে দুর্ব্যবহার, আর্থিক লেনদেনে অনিয়ম ও দুর্নীতি, কমিটির সিদ্ধান্তের বাইরে ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

শনিবার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা: ফিলিমন বাস্কের স্বাক্ষরিত এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানাগেছে, উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই জাফরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম করে আসছিল। এ বিষয়ে বহুবার তাকে সতর্ক করা হলেও তিনি এ বিষয়ে কর্ণপাত না করে তিনি নিজের মত করে চলতে থাকেন বলে ওই ঘোষণায় আরও জানানো হয়।

উল্লেখ্য, উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলে নিজস্ব সাহেবগঞ্জ খামারের বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পের নিয়ন্ত্রণাধীন ১ হাজার ৮শ ৬০ একর জমি নিজের বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবী করা হয়। তাই তাদের জমি উদ্ধারের জন্য গঠন করা হয় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। কমিটির নেতৃত্বে ওই জমি সাঁতালদের মাঝে ফিরিয়ে দেয়ার দাবীতে আন্দোলন করে আসছে। এরই এক পর্যায়ে বিগত ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল শ্রমিকরা জমিতে আখ কাটতে গেলে পুলিশ ও চিনিকল শ্রমিকদের সাথে সাঁওতালদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৯ পুলিশ সদস্য তীরবিদ্ধ হয়। এছাড়াও এ ঘটনায় তিন সাঁওতালের মৃত্যু হয়েছে বলে দাবী করা হয় সাঁওতালদের পক্ষ থেকে।