দৌলতখানে আগুনে দুই ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

দৌলতখান(ভোলা)প্রতিনিধি আগস্ট ৬, ২০২১, ০৭:৪৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

ভোলাঃ জেলার দৌলতখানে আগুন লেগে দু’টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের টিম আসার আগেই ব্যবসাপ্রতিষ্ঠান দু’টি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আদর্শ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে তাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো: সেলিম ও খোকন তালুকদার জানান, দোকানগুলো বন্ধ করে তারা জুমার নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ আদায়কালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ সময় মসজিদের মুসল্লি ও বাজারের অন্য ব্যবসায়ীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও দোকান দু’টি পুড়ে ছাই হয়ে যায়।