রাঙামাটিতে গণটিকা কার্যক্রম ৭আগষ্ট উদ্বোধন

নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি আগস্ট ৬, ২০২১, ১১:৫৩ এএম
ফাইল ফটো

রাঙামাটিঃ রাঙামাটিতে ১ম পর্যায়ে ৩ দিনের পরিবর্তে আপাতত আগামী ৭ আগস্ট ১দিন প্রতি ইউনিয়নের ১টি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে ৬০০ জনকে টিকা প্রদান করা হবে।

বৃহস্পতিবার(৫আগস্ট) রাত ৮ঘটিকায় রাঙামাটি সিভিল সার্জন অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে। নিম্নে রাঙামাটি সিভিল সার্জন অফিসিয়াল পেইজ থেকে পাঠকদের জন্য নিম্নে দেয় হলোঃ-

গণটিকা কার্যক্রমের প্রথম পর্যায়ে ৩ দিনের পরিবর্তে আপাতত শুধুমাত্র আগামী ০৭/০৮/২০২১ তারিখে একদিন প্রতি ইউনিয়নের ১টি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে ৬০০ জনকে প্রদান করা হবে। এর পাশাপাশি অন্যান্য উপজেলা গুলোতেও আগামী ৭আগষ্ট হতে গণটিকার কাযর্ক্রম একই সময়ে শুরু হবে।

বিঃদ্রঃ পরবর্তী পর্যায়ের সময়সূচি যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

কারা এ টিকা নিতে পারবেন? 

(১) ১৮ বছর ও তদূর্ধ্ব নাগরিক যাদের এনআইডি কার্ড আছে। তবে নারী, বয়োজৈষ্ঠ্য ও শারীরিক প্রতিবন্ধীগণ অগ্রাধিকার পাবেন।

(২) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শুধুমাত্র নারী, ৫০উর্ধ্বে বয়োজৈষ্ঠ্য নাগরিক ও প্রতিবন্ধীদের টিকা প্রদান করা হবে। 

(৩) টিকা কেন্দ্রে আসার সময় অবশ্যই এনআইডি কার্ড নিয়ে আসতে হবে। নিবন্ধন ছাড়াও টিকা নেয়া যাবে।

(৪) এনআইডি কার্ড ছাড়া আপাতত টিকা দেয়া হবে না।

(৫) শুধুমাত্র সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকগণই টিকা নিতে পারবেন, এক ওয়ার্ডের নাগরিক অন্য ওয়ার্ডে টিকা নিতে পারবেন না।