দুপচাঁচিয়ায় ১৮টি বুথে টিকা দেয়া হবে শনিবার

মতিউর রহমান, দুপচাঁচিয়া প্রতিনিধি আগস্ট ৬, ২০২১, ১১:৪১ এএম
ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ১৮ টি বুথে বৃদ্ধ, নারী ও প্রতিবন্ধিদের অগ্রাধিকার দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলক দেয়া হবে শনিবার (৭ আগস্ট)।

দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুস মন্ডল স্বাক্ষরিত এক তথ্য বিরবনী মোতাবেক জানা হয়েছে, প্রতিটি ইউনিয়নের মোট ৬০০ জনগোষ্ঠী কে করোনা ভ্যাকসিন প্রদানের লক্ষে ৬ টি কেন্দ্রের আওতায় ১৮ টি বুথে টিকা দেয়া হবে। এতে ১৮ জন সুপারভাইজার, ৩৬ জন টিকাদানকারী এবং ৫৪ জন স্বেচ্ছাসেবী একযোগে কাজ করবেন।

ওই তথ্য বিবরনী মোতাবেক আরও জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলায় টিকা গ্রহনের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ১৯ হাজার ১৮২ জন। প্রথম ডোজ টিকা গ্রহন করেছেন ১১ হাজার ৫৮০ এবং দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন ৩ হাজার ৭৬৮ জন।

টিক স্বল্পতা ও সংরক্ষণ জটিলতায় সাত দিন বিরতি দিয়ে টিকাদান ক্যাম্পেইন চলবে ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট।