পিরোজপুরঃ জেলার মঠবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনেক দিন যাবত একটি দালাল চক্রের আনাগোনা হচ্ছিল।
জানাগেছে,ওই দালাল চক্রটি বিভিন্ন ডায়াগনস্টিকের সাথে কর্মরত আছে। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে নারী সহ তিন জনকে ৫শত টাকা করে ১ হাজার ৫শত টাকা অর্থদন্ড করা হয়েছে।
মঙ্গলবার(৩ আগষ্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ডু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ডাদেশ দেন।
দন্ডপ্র্প্তারা হলেন, উপজেলার আলগী পাতাকাটা গ্রামের কালাম ফরাজীর মেয়ে নাজমা বেগম (২২), বান্ধপপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে রাসেল মিয়া (২৮) ও বরগুনা পাথরঘাটা তাপস কুমারের স্ত্রী শিখা রাণী (৪০)।
এসময় উপজেলা প: প: কর্মকর্তা ডা: আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা: ফেরদৌস ইসলাম, থানা অফিসার ইনচার্জ মুহা: নুরুল ইসলাম বাদল, ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুমন কৃষ্ণ বড়াল উপস্থিত ছিলেন।
উপজেলা প: প: কর্মকর্তা ডা: আলী হাসান জানান, দীর্ঘ ১ বছর আগে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল মুক্ত করা হয়েছে। ইদানিং একটি দালাল চক্র উপজেলা কমপ্লেক্সের সামনে গুর গুর করছেন। আজ আমরা হাতেনাতে ধরেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকবে দালাল মুক্ত। স্বাস্থ্য কমপ্লেক্সের এরিয়ার মধ্যে কোন দালাল চক্রের দেখা মিললে ধরিয়ে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ডু বলেন, দালাল চক্রের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।