বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় কাঁচামরিচের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। মাত্র তিন দিনের ব্যবধানে বিভিন্ন হাটবাজারে ২০ টাকা কেজির কাঁচামরিচ ১০০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আকস্মিক এ দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।
সোমবার (২ আগষ্ট) দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনীর সাপ্তাহিক হাটে গিয়ে দেখা যায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে মানভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। তবে দাম বৃদ্ধির কারণে অল্প পরিমানে মরিচ ক্রয় করছে ক্রেতারা।
দাম বৃদ্ধিতে একজন ক্রেতার প্রতিক্রিয়া জানতে চাইলে আগামী নিউজ কে বলেন, লকডাউনের কারণে আয় কমে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিষ কিনতে হিমশিম খেতে হচ্ছে। তারপর কাঁচামরিচের দাম এভাবে বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠেছে।
ব্যবসায়ীরা আগামী নিউজ কে জানান, কাঁচামরিচের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা কেজি থাকার ফলে লোকসান কাটিয়ে উঠতে কৃষকদের অনেকেই গাছ উপরে ফেলে দিয়ে ইরি ধানের চাষ করেছেন। তাছাড়া লাগাতার বর্ষায় গাছে মড়ক লেগেছে। কাজেই হাটেবাজারে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ার সম্ভাব্যতা থেকে দাম বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভবনা আছে বলেও জানান ব্যবসায়ীরা।