পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চরম দুর্ভোগ

নিরঞ্জন সুত্রধর, শিবালয়(মানিকগঞ্জ) প্রতিনিধি জুলাই ৩১, ২০২১, ০১:০০ পিএম
ছবি : আগামী নিউজ

মানিকগঞ্জঃ পাটুরিয়া ঘাটে কর্মস্থলে ফেরা আজ শনিবার সকালে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।  ঈদ শেষে ঢাকায় ফেরা  মানুষ ফেরিতে গাদাগাদি করে নদীর স্রোতের মতো ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন। পাটুরিয়া ঘাটে কর্মস্থলে ঢাকা রাজধানীমুখী উপচে পড়া ভিড়ের কারনে ফেরিতে তিল ধারনের ঠাঁই নেই। 

গত ২৩ জুলাই থেকে সরকারের কঠোর লকডাউনের কারনে গণপরিবহন বন্ধ থাকায় কোরবানীর ঈদে বাড়ী আসা বেশির ভাগ মানুষ কর্মস্থলে ফিরে যেতে পারেননি। এতোদিন সরকারী ও বে-সরকারী বেশির ভাগ অফিস আদালত বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বেশির ভাগ মানুষ বাড়ী থেকে কর্মস্থলে যাননি। কিন্ত আগামী রোববার ( পহেলা আগষ্ট) থেকে সব পোশাক কারখানা ও শিল্প কারখানা খোলার ঘোষনায় হাজার হাজার মানুষ কর্মস্থলে ফিরে যাওয়ায় ঘাট এলাকায় মানুষের উপচে পড়া ভিড় পড়েছে। 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার পোশাক শ্রমিকরা কর্মস্থলে ফিরে যাওয়ায় সকাল থেকেই ঘাট এলাকায় প্রচুর চাপ পড়ে। তবে বেলা বাড়ার সাথে সাথেই যাত্রীদের চাপ বাড়তে থাকে। আজ ফেরিতে শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে পারাপার হয়ে ঢাকামুখী যেতে। 

বিআইডব্লিউটিসির আরিচা অফিস সুত্রে জানা যায়, আজ শনিবার ভোর থেকে দৌলতদিয়া ঘাট থেকে হাজার হাজার মানুষ ফেরিতে স্বাস্থ্যবিধি অমান্য করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ঘাটে আসছেন। 

এদিকে কর্মস্থলে ফেরা যাত্রীরা পরিবার পরিজন নিয়ে পাটুরিয়া ঘাটে এসে ঢাকায় যাওয়ার কোন যানবাহন না পেয়ে বিপাকে পড়েছেন। যাত্রীরা ঘাট এলাকায় এসে ঘন্টার ঘন্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

লকডাউনে দুরপাল্লার বাস বন্ধ থাকায় আবার অনেকে ঘাটে অপেক্ষায় থেকে যানবাহন না পেয়ে ৯-১০কিলোমিটার পায়ে হেটে উথলী, চেপড়া, বরংগাইলসহ বিভিন্ন ষ্টেশনে এসে হ্যালোবাইক, অটোরিক্সা, ভ্যান, সিএনজি ও প্রাইভেটার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে তিন চার গুণ ভাড়া বেশি দিয়ে ঢাকায় যাচ্ছেন।

পাটুরিয়া ঘাট থেকে প্রাইভেটকার, মোটরসাইকেল ও সিএনজিতে স্বাভাবিক সময়ে ভাড়া জনপ্রতি ভাড়া নেওয়া হতো ২শ‘ থেকে আড়াইশত টাকা। কিন্ত গণপরিবহন বন্ধ থাকায় এখন জনপ্রতি দিতে হচ্ছে ৮শ‘ থেকে এক হাজার টাকা। কিন্ত এখন নেওয়া হচ্ছে ৮শত এক হাজার টাকা করে।

রাজবাড়ী থেকে ঢাকার নবীনগর গামী পাটুরিয়া ঘাটে যানবাহনের জন্য অপেক্ষায় থাকা পোশাক শ্রমিক জাহানারা আক্তার, জায়েদা খাতুন, রফিক শেখ জানান, সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত কোন যানবাহন না পেয়ে অপেক্ষায় রয়েছেন। এরমক হাজার হাজার মানুষ অপেক্ষায় পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের জন্য অপেক্ষায় রয়েছেন।

আরিচা অফিসের বিঅইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, আগামী রোববার থেকে পোশাক কারখানা ও শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষনায় আজ  সকাল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল পড়েছে। এ নৌ-রুটে ৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহ পারাপার করা হচ্ছে।