গৌরীপুরে বিনামূল্যে করোনার টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জুলাই ২৭, ২০২১, ০১:৫৬ পিএম
ছবিঃ আগামী নিউজ

ময়মনসিংহঃ জেলার গৌরীপুরে প্রতিনিয়ত করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তীব্র গরমে সর্দি-জ্বর-কাশিতে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এ অবস্থায় করোনার টিকা নেয়া জরুরী কিন্তু অনেকেই রেজিষ্ট্রেশন জটিলতায় এ প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়। পৌর নাগরিকদের রেজিষ্ট্রেশনের প্রক্রিয়াটি সহজ ও দ্রুততম করতে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১টায় বিনামূল্যে করোনার টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, নূরুল ইসলাম নুরু, জিয়াউর রহমান জিয়া ও ছালেহা আক্তার ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ প্রসঙ্গে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, করোনার টিকা রেজিষ্ট্রেশনে মানুষকে আগ্রহী করে তুলতে এই কার্যক্রম। অনেকেই প্রযুক্তি ব্যবহার করতে না জানার কারণে করোনার রেজিষ্ট্রেশন করতে পারেন না। বিষয়টি সহজ করার জন্য গৌরীপুর পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, ছুটির দিন ব্যতিত প্রতিদিন  সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ রেজিষ্ট্রেশন কার্যক্রম।