মুন্সীগঞ্জে করোনায় রেকর্ড ২০১ জন শনাক্ত

রক্তিম মল্লিক দোলন,মুন্সীগঞ্জ প্রতিনিধি জুলাই ২৬, ২০২১, ১০:২৮ পিএম
ছবিঃ আগামী নিউজ

মুন্সীগঞ্জঃ জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।গত ২৪ ঘণ্টায় ২০১ জনের দেহে করোনা ভাইরাস(কোভিড ১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮০৫৫ জনের দেহে করোনা ভাইরাস(কোভিড ১৯) শনাক্ত হয়েছে। গত ২৪  ঘণ্টায় কোন প্রাণহানির ঘটনা ঘটে নাই। এখন পর্যন্ত জেলায় করোনা  ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বমোট ৭৭ জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার,(২৬,জুলাই),জেলার সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আগামী নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  গত  ২৪ ঘণ্টায়  ৩৬৯ টি নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে ২০১ জনের দেহে  করোনা ভাইরাস(কোভিড ১৯) শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত  ২০১ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদরে সর্বোচ্চ ৬৬ জন,লৌহজং উপজেলায় ৪৯ জন,টংগীবাড়ী উপজেলার ৩৩ জন,সিরাজদিখান উপজেলায় ২৯ জন এবং শ্রীনগর উপজেলায় ২৪ জন রয়েছেন।গত ২৪  ঘণ্টায় ৯৭ জন সহ এপর্যন্ত জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৭০০৫ জন। 

 সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ বলেন,''লকডাউনে যেভাবে মানুষ অকারণে বাইরে বের হচ্ছে,এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।এছাড়া মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। 

এসময় তিনি সবাইকে মাস্ক পড়তে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।