ঠাকুরগাঁওঃ গত ২৪ ঘণ্টায় করোনার সাথে লড়াইয়ে হেরে গিয়ে মৃত্যুর বহরে যোগ হল আরও ৩ জন এবং আক্রান্তের মিছিলে ৮৫ জন।
সোমবার (২৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
এই নিয়ে জেলায় করোনায় মৃত্যুর বহরে নতুন যোগদানকারী ৩ জনের মধ্যে সদর উপজেলায় ৮০ বছর বয়সী একজন মহিলা, বালিয়াডাঙ্গীতে ৫০ বছর বয়সী এক মহিলা ও পীরগঞ্জে ৫০ বছর বয়সী একজন পুরুষ। এপর্যন্ত জেলায় করোনায় মোট ১৫৭ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় ২৮৬ জনের নমুনা পরীক্ষা পর জেলায় নতুন করে আরো ৮৫ জন করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৪৭ জন, পীরগঞ্জে ১৪ জন, রাণীশংকৈলে ১২ জন, বালিয়াডাঙ্গীতে ৯ জন ও হরিপুরে ৩ জন শনাক্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত মোট ৫ হাজার ৬২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৫৮ জন সহ মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৪ জন ও মোট মারা গেছেন ১৫৭ জন।
এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় জেলাবাসীকে সাবধানতা অবলম্বনসহ সরকারী নির্দেশনা ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।