যশোরে করোনায় আরও ৬ জনের মৃত্যু: শনাক্ত ১৩৬

বিল্লাল হোসেন, যশোর জেলা প্রতিনিধি জুলাই ২৫, ২০২১, ০৫:৪৯ পিএম
ফাইল ফটো
যশোরঃ গত ২৪ ঘন্টায় যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
 
এরমধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাপাতালের  চিকিৎসাধীন অবস্থায় ৫ জন ও ১ জন মণিরামপুর উপজেলায় মারা গেছেন। এদিকে, জেলায় নতুন করে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। 
 
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.আরিফ আহমেদ জানান, মৃত ৫ জনের মধ্যে ৪ জন রেডজোনে ও ১ জন আইসিইউতে মারা যান।
 
সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা.রেহেনেওয়াজ জানান, নতুন শনাক্ত ১৩৬ জনের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, কেশবপুর উপজেলায় ৩ জন, অভয়নগর উপজেলায় ২৪ জন, মনিরামপুর উপজেলায় ১১ জন, বাঘারপাড়া উপজেলায় ১১ জন, শার্শা উপজেলায় ১৭ জন ও চৌগাছা উপজেলায় ১৩ জন রয়েছেন। ডা.রেহেনেওয়াজ আরও জানান, রোববার পর্যন্ত যশোর জেলায় ১৭ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৩১১ জন মারা গেছেন।