কুড়িগ্রামঃ হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে চুরি করা ছাগলসহ দুই চোরকে হাতেনাতে ধরলেন কুড়িগ্রাম সদর থানা ওসি নিজেই।
শনিবার (২৪) দুপুরে ধরলা সেতু'র পূর্বপাড়ের চেকপোষ্টে অবস্থানরত ওসি'র হাতে ধরা পড়ে শাহাজাহান (২৮) ও মামুন মিয়া (২৬) নামের দুই চোর। তারা চুরি করা ছাগলটি ব্যাটারী চালিত অটোরিক্সায় নিয়ে বিক্রি করার জন্য ৮ কিলোমিটার দূরের যাত্রাপুর হাটে যাচ্ছিল।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, সদর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন এলাকার অধিবাসী মনোয়ার হোসেন নামের এক ব্যক্তির প্রায় ১২ হাজার টাকা মূল্যমানের একটি খাসি ছাগল শনিবার দুপুরে চুরি হলে তৎক্ষণাত তা থানাকে অবহিত করেন। এরই প্রেক্ষিতে পুলিশের সকল চেকপোষ্টকে সতর্ক করে ধরলা সেতু'র পূর্বপাড়ের চেকপোষ্টে নিজে অবস্থান নেন।
এখানে অটোরিক্সায় করে ছাগল নিয়ে যাওয়ার সময় তাদের থামতে বলে একজন অটোরিক্সা থেকে বের হয়ে ধরলা লাফ দিয়ে চেষ্টা করে। তাকে এলাকাবাসীর সহযোগিতায় ধরে আনার পর ছাগলসহ দুই চোরকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
আটক দুই চোর কুড়িগ্রাম পৌরসভার মরাকাটা এলাকার অধিবাসী আব্দুল আজিজের পুত্র শাহাজাহান এবং আবুল মিয়ার পুত্র মামুন মিয়া।