কুমারখালীতে সরকারি বিধি না মানায় অর্থদণ্ড

হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি জুলাই ২৩, ২০২১, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
কুষ্টিয়াঃ জেলার কুমারখালীতে সরকারি বিধি নিষেধ অমান্য করায় পাঁচজনকে অর্থদণ্ড করা হয়েছে।
 
শুক্রবার (২৩ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ  প্রতিপালনে মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনিম।
 
এসময় অপ্রয়োজনীয় গণজমায়েত করা এবং জরুরীসেবা বহির্ভূত দোকান খোলা রাখাসহ অন্যান্য বিধিনিষেধ না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ৫টি পৃথক মামলায় মোট ৮ হাজার ৫'শ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন সময়ে কুমারখালী থানা পুলিশ, পেশকার এবং অফিসের স্টাফ মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। 
 
উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণে সরকারি বিধি নিষেধ অমান্য করার অপরাধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।