মাগুরায় কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর প্রশাসন

মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি জুলাই ২৩, ২০২১, ০১:২৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

মাগুরাঃ করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সারা দেশের মত মাগুরাতেও তৎপর রয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে শহরের ঢাকা রোড, ভায়না মোড়, নতুনবাজার এলাকাসহ জেলার চার উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোষ্ট বসিয়েছে প্রশাসন।

আরোপিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে অনুরোধ জানাচ্ছে আইন শৃংঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট সদস্যরাও আইনশৃংঙ্খলা রক্ষাকারি বাহিনীকে এ কাজে সহযোগিতা করছে।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, আজ শুক্রবার থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক কঠোর লকডাউন বাস্তায়নে মাঠ পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপশি জনসচেতনা বাড়াতে ব্যাপক প্রচারণা চালনো হচ্ছে। লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি আনসার, রেডক্রিসেন্টসহ অন্যান্য স্বেচ্ছাসেবক টিম কাজ করছে।