বিশ্বব্যাপি ছড়িয়ে পরা করোনা মহামারিতে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ আর মৃত্যু।আজ ১৯ শে জুলাই জেলা সিভিল সার্জন অফিসের সূত্রে জানানো হয় গত ২৪ ঘন্টায় ২৭৫ টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জন। শনাক্তের হার ৩০ দশমিক ৯০ শতাংশ যা গত কয়েক দিনের তুলনায় আজ বেশি।গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৩ জন আর উপসর্গ নিয়ে মারা গেছে ৬ জন।
কোভিড ১৯ শনাক্তদের মধ্যে আজ সদরে ৩৮ জন, বিরলে ১১ জন, ফুলবাড়িতে ৮জন, বোচাগঞ্জে ১৭, চিরিরবন্দর ৩০জন, খানসামায় ৪ জন সর্বোচ্চ।
বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ২৪১ জন। ভর্তি রোগীদের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৮ জন, আধুনিক হাসপাতাল(সদর)৪৬ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে ২৭ জন। জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা মোট ১ হাজার ৯০৫ জন।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত মোট ১১ হাজার ২৯৭ জন ,সুস্থ হয়েছেন ৯ হাজার ১৮১ জন এবং মৃত্যু ২১১ জন।