রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের সভা

মো:নাজমুল হোসেন রনি, রাঙ্গামাটি সদর প্রতিনিধি জুলাই ১৮, ২০২১, ০৩:১৭ পিএম
ছবি: সংগৃহীত
রাঙামাটিঃ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে  কোরবানি ও বর্জ্য ঈদ জামাত আদায়ের নীতি নির্দেশনা ব্যবস্থাপনা বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসনের আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (১৮ই জুলাই) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী, গনমাধ‍্যমকর্মীরাসহ পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
 
উক্ত সম্মেলনে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয়-বিক্রয় করতে এছাড়া বর্জ্য আবর্জনা দ্রুত সরিয়ে ফেলার কথা বলা হয়েছে।