কুমিল্লাঃ আদর্শ সদর উপজেলা বারপাড়াকৃষ্ণ পুুর (চোরাবাড়ি), মাদকসহ হাতেনাতে ধরা ধরা পরেছেন খোদেজা বেগম (খুধু) ও তার দ্বিতীয় স্বামী মোঃ হানিফ।
যানা যায়, গতকাল বিকেল আনুমানিক সময় ৪টায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল পূর্ব পরিকল্পনা অনুযায়ী কুমিল্লা আদর্শ সদর উপজেলা বারপাড়া কৃষ্ণপুর(চোরাবাড়ী) এলাকায় অভিযান চালিয়ে খোদেজা বেগম (খুধু)৪০ ও তার দ্বিতীয় স্বামী মোঃ হানিফ ৪৫ পিতা মৃত্যু আলী আকবরকে ৪০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে।
জানা যায়, আসামি খোদেজা খুধুকে মোবাইল কোর্টে সাজা দেয়া হয় এবং মাদক বিক্রেতা ও সেবনকারী সোর্স হানিফকে মাদক আইনের নিয়মিত মামলা দেয়া হয়।
এবিষয়ে বারপাড়া ও বারপাড়া কৃষ্ণপুর এলাকার লোকজন বলেন, এই সব মাদক বিক্রেতাদের জন্য নষ্ট হচ্ছে যুব সমাজ, এই করোনা মহামারীতে স্কুল-কলেজ বন্ধ থাকায়, স্কুল পড়ুয়া ছাত্রদেরকে কুপরামর্শ দিয়ে মাদক বিক্রির জন্য লেলিয়ে দিয়ে আসছেন সোর্স হানিফ। এর পর মাদকে আসক্ত হয়ে পড়ছেন স্কুল পড়ুয়া ছাত্ররা।
মাদকের টাকার জন্য চুরি ছিনতাই বেড়েই চলছে। খেসারত দিতে হচ্ছে মা বাবাকে। তাছাড়া এই সোর্স হানিফকে কেউ কিছু বলার সাহস পায়না। মাদক কারবারিরা পুলিশের আওতায় আসায় এলাকার লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এখনো যারা ধরাছোঁয়ার বাহিরে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারীদের প্রতি আহবান জানান।