ঠাকুরগাঁওঃ গত ২৪ ঘণ্টায় করোনার কাছে হেরে গিয়ে মৃত্যুর বহরে যোগ হল আরও ৪ জন এবং আক্রান্তের মিছিলে ৮৬ জন ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
এই নিয়ে জেলায় করোনায় মৃত্যুর বহরে নতুন যোগদানকারী আরো ৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫৬ বছর বয়সী একজন পুরুষ, বালিয়াডাঙ্গীতে ২৯ বছরী এক মহিলা, পীরগঞ্জে ১ জন ৫৫ বছর বয়সী মহিলা ও হরিপুরে ১ জন ৫০ বছর বয়সী পুরুষ। এপর্যন্ত জেলায় করোনায় মোট ১২৮ জনের মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৫৭’জনের নমুনা পরীক্ষা পর জেলায় নতুন করে আরো ৮৬ জন করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, পীরগঞ্জে ১৪ জন, রাণীশংকৈলে ১২ জন, বালিয়াডাঙ্গীতে ৬ জন ও হরিপুরে ১১ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের আনুপাতিক হার ৩২ দশমিক ৮৭ ভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত মোট ৪ হাজার ৯৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৪৩ জন সহ মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৩ জন ও মোট মারা গেছেন ১২৮জন।
এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় জেলাবাসিকে সাবধানতা অবলম্বনসহ সরকারী নির্দেশনা ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।