বরগুনাঃ বেতাগীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারী করোনা। দুই দিনে নতুনভাবে ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
করোনা মহামারীতে চলমান কঠোর লকডাউন বুধবার ( ১৪ জুলাই) মধ্যে রাত থেকে এক সপ্তাহের জন্য শিথিল করা হলেও এর আগেই মানুষ আগেরমত স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে এসেছে। স্বাভাবিক সময়ের মতই মানুষের চলাফেরা করতে দেখা গেছে। যানবাহনের ভীড়ে রাস্তা ঘাটে চলাচলে বিড়াম্বনার শিকার হলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। প্রান্তিক শ্রমজীবি গোষ্ঠি, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী, হকারসহ ভ্রাম্যমান বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাঁরা আশা করছে ১৪ জুলাইয়ের পর থেকে অন্তত পবিত্র ঈদুল আজহার বেচাবিক্রি করতে পারবে।
স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে বর্তমানে ৬ জন ভর্তি রয়েছে। মঙ্গলবার থেকে এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত মোট ১৯৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এর ভিতর ০৭ জন মারা গেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্বে থাকা ডা. রবীন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুই দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জনের এন্টিজেন টেষ্ট করা হয়। এর ভিতরে ১৭ জনের পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।