ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে ১৮২ জনের করোনায় শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জুলাই ১৪, ২০২১, ০৮:১৩ পিএম
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়াঃ সদর উপজেলায় নতুন ৪৫ জনসহ জেলায় নতুন ১৮২ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সংক্রমণের হার ৪২.৩% ছাড়িয়েছে৷

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৫১৫২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৩৯৩১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

বুধবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৪৩০টি রিপোর্টে নতুন আরও ১৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৫ জন, কসবা উপজেলায় ৩৭ জন, সরাইল উপজেলায় ০১ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, নাসিরনগর উপজেলায় ০৩ জন, বিজয়নগর উপজেলায় ০৪ জন ল, নবীনগর উপজেলায় ৬০ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৫১৫২ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২১৬৯ জন, আখাউড়া উপজেলায় ৩৫১ জন, বিজয়নগর উপজেলায় ১৪৯ জন, নাসিরনগর উপজেলায় ১৫৩ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩১২ জন, নবীনগর উপজেলায় ৭১৬ জন, সরাইল উপজেলায় ২৩৯ জন, আশুগঞ্জ উপজেলায় ৪৬৬ জন ও কসবা উপজেলায় ৫৯০ জন।

সর্বশেষ জেলায় ৩৯৩১ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। উপজেলা ভিত্তিক নতুন ০৫ জনের সুস্থতার তালিকা এখনো জানা যায়নি। তবে গতকাল পর্যন্ত সদর উপজেলায় ১৭৫১ জন, আখাউড়া উপজেলায় ২৬৫ জন, বিজয়নগর উপজেলায় ১২৪ জন, নাসিরনগর ১৩২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২৭ জন, নবীনগর উপজেলায় ৫০৩ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৭৫ জন ও কসবা উপজেলায় ৩৮২ জন।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৭৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৪ জন, আখাউড়া উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৬ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০৫ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৫১৫২ জন আক্রান্তের মধ্যে ৩৯৩১ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৩৬ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৮৯২ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৪৪ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ৪০৯০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪০৮৯২ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৫১৫২ জন আক্রান্ত হয়েছে৷