কাল থেকে নিজস্ব বাসে বাড়ি ফিরবে বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: জুলাই ১৪, ২০২১, ০৮:০৬ পিএম
ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে রংপুরে অবস্থানরত বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই, ২০২১) থেকে বিশেষ পরিবহন সেবার অংশ হিসেবে  বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ১৫, ১৬ ও ১৭ জুলাই সাতটি বিভাগে বিভিন্ন রুটে ১২টি গাড়ি শিক্ষার্থীদেরকে বহন করে নিয়ে যাবে।

বুধবার (১৪ জুলাই ২০২১) বিকেলে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অপরদিকে রংপুর বিভাগের শিক্ষার্থীদেরকে নিয়ে ১৮ ও ১৯ জুলাই ক্যাম্পাস থেকে কয়েকটি রুটে বাস ছেড়ে যাবে। রংপুর বিভাগের শিক্ষার্থীদের রুট বিন্যাসসহ বিস্তারিত তথ্য যথাসময়ে  বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে  (www.brur.ac.bd) এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অফিসিয়াল ফেসবুক পেইজ  (Public Relations, Information and Publication Division, BRUR) -এ প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গাড়ি ছাড়ার পূর্বে  বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিমের মাধ্যমে সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। কোনো শিক্ষার্থীর করোনার উপসর্গ শনাক্ত হলে তাকে  বিশ্ববিদ্যালয়ের পরিবহনে যাত্রা করার অনুমতি প্রদান করা হবে না বলেও সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।