মানিকগঞ্জঃ জেলার শিবালয়ের নারায়ন তেওতা গ্রামের প্রায় ২৫ লাখ টাকা মুল্যের ১১শতাংশ জমি জোর পুর্বক দখল করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, উপজেলার নারায়ন তেওতা গ্রামের মৃত সাজদ্দি মীর স্থানীয় জমিদারদের কাছে থেকে ৩৩শতাংশ জমি প্রায় ৭৫ বছর আগে ক্রয় করেন। সাজদ্দি মীর মারা যাওয়ার সময় তিন ছেলে ও এক মেয়েকে রেখে যান। সাজদ্দি মীর মারা যাওয়ার পর তাদের ছেলে মেয়ে ওই জমি ভোগ দখল করে আসছেন।
কিন্ত গত ২০২০ সালের ১৩ নভেম্বর দুপুর ১২টার দিকে স্থানীয় জোবায়েল মীর (২৩), মিন্টু(৩০), হাসান(৩২), হাবু (২৮), জলিল মীর (৫০)সহ ৬-৭জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র বাঁশের লাঠি দিয়ে বাড়ীর লোকজনকে মারধর করে ঘরদরজা ভেঙ্গে জমি দখল করার চেষ্টা করে।
পরে তাদের আত্বচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এব্যাপারে জোবায়েল মীরসহ ৭জনকে আসামী করে আদালতে মামলা দেওয়া হয়েছে।
মামলার বাদী তারা মীর আজ বুধবার দুপুরে জানান, আসামীরা আদালত থেকে মামলা তুলে নেওয়া জন্য প্রাণ নাশের হুমকি দিচ্ছেন।
এ ব্যাপারে জোবায়েল মীরসহ একাধিক আসামীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করা হলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।