নারায়ণগঞ্জঃ জেলার রূপগঞ্জে ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করেছে রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পুলিশ।
সোমবার(১২ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার হোরগাও এলাকার চিহ্নিত মাদক কারবারী রাকিব ভুইয়ার বাড়ি থেকে ১৫ কার্টুনে ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। রাকিব ভুইয়া উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাও এলাকার নজরুল ইসলামের ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এস আই হুমায়ুন কবির, এস আই মিন্টুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ১২ টার দিকে অভিযান পরিচালনা করে রাকিব ভুইয়ার শয়ন কক্ষের খাটের নীচ থেকে ১৫ কার্টুনে ৩৬০ ক্যান বিয়ার জব্ধ করা হয়। এ সময় রাকিব ভুইয়াকে বাড়িতে পাওয়া যায়নি। কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ বলেন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাও এলাকায় অভিযান চালিয়ে ১৫ কার্টুনে ৩৬০ ক্যান বিয়ার জব্ধ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ্যাধিক টাকা। তবে এ সময় বাড়িতে কেউ না থাকায় কাউকে আটক করা যায়নি।