ভোলার মেঘনায় মাছধরা ট্রলারে ডাকাতি ও মুক্তিপণ আদায়

মহিউদ্দিন, ভোলা প্রতিনিধি জুলাই ১২, ২০২১, ০৫:৫৩ পিএম
ফাইল ছবি

ভোলাঃ জেলার তজুমদ্দিনের মেঘনায়  সোমবার (১২জুলাই)ভোর রাতে মেঘনার সোনার চর ও চর মোজাম্মেল এলাকায় মাছ ধরার ট্রলারে হামলা করে লুটপাটের ও ডাকাতির ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের সূত্রে জানা গেছে, মেঘনা নদীর সোনার চর ও চর মোজাম্মেল এলাকায় তজুমদ্দিনের শশীগঞ্জ ঘাটের নকিব,রুবেল মাঝি,শরীফ মাঝি, শফি মাঝি, মাকসুদ, নুর ইসলাম, মহিউদ্দিন, হারুন সহ আটজন জেলে ট্রলার নিয়ে মাছ শিকার করছিলো।

এ সময় একদল দস্যু ট্রলারে হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন,মাছ,জাল, লুট করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মাকসুদ(৩৫) সফি মাঝি(৩৮) নকিব(৩০) হারুন(৪০) ও রুবেল(৩৫)এই পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃতদের ছাড়িয়ে নিতে মোবাইল নম্বর দিয়ে যায়। পরে ঘাটের আড়ৎদার ও স্বজনরা মিলে প্রশাসনকে না জানিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণের এক লাখ টাকা পরিশোধ করে। পরে ডাকাতরা মির্জাকালুর হাকিমুদ্দিন এলাকায় সোমবার ভোর ৫টার দিকে চোখ বাঁধা অবস্থায় অপহৃতদের ছেড়ে দেয়।  

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক সাংবাদিকদের জানান,  রাতে মেঘনায় ডাকাতি ও জেলে অপহরণের সংবাদ পেয়েছি। এখন পর্যন্ত কেউ আমাদের অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।