প্রধানমন্ত্রীর সহকারী পরিচয়ে ভবন দখলের চেষ্টা

হাসান ভূঁইয়া, সাভার প্রতিনিধি জুলাই ১১, ২০২১, ০৬:৩৫ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে সাভারে একটি ৯ তলা বাড়ি দখলের চেষ্টাকালে ৬ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১০ জুলাই) দুপুরে সাভারের গেন্ডা টিয়া বাড়ী এলাকার মঞ্জুয়ারা বেগমের ভবন দখলের চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মৌজাসাকতি গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে রাকিউল ইসলাম (৪৫), নোয়াখালী জেলার সেনবাদ থানার বাতাকান্দি গ্রামের মৃত হায়েজ আহম্মেদের ছেলে নুর উদ্দিন ওমর (৪৫), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বালাসুর গ্রামের মতিনের ছেলে ইসরাফিল (২১), দিনাজপুর জেলার পার্বতীপুর থানার রামচন্দ্রপুর গ্রামের রাজু ইসলাম (২৩), কুমিল্লা জেলার দেবীদ্দার থানার বারারা এলাকার জসিম উদ্দিনের ছেলে মমিন (২১) ও রাজধানীর বনানী এলাকার আবুল কালামের ছেলে হাসান মেহেদী (২১)। তারা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, ডিআইজি ও বিভিন্ন দফতরের কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় প্রশাসনকে ফোন করে প্রভাব বিস্তার করতো।
 
পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তার মিথ্যা পরিচয়ে বাড়ীটি দখলের চেষ্টা করেন করেন তারা। খবর পেয়ে ঘটনা যায় পুলিশ। তাদের কথাবার্তায় সন্দেহ হলে ঘটনাস্থলসহ সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জন আটক করা হয়। তারা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে বিভিন্ন স্থানে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে জায়গা দখলসহ নানা রকম প্রতারনা করে আসছিলেন।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  তাদের কাছ থেকে অসংখ্য ষ্ট্যাম্প, সাইন বোর্ড, লোহার কাটার, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়েছে।