শরণখোলায় প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের নীড় পরিদর্শন করলেন নবাগত ইউএনও

নাজমুল ইসলাম সবুজ ,শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি জুলাই ১০, ২০২১, ০৬:৩৫ পিএম
ছবিঃ আগামী নিউজ

বাগেরহাটঃ জেলার শরণখোলা উপজেলার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ২’শত ১ টি ভূমি ও গৃহহীন পরিবার পেয়েছে স্বপ্নের নীড় । ইতিমধ্যে এসব নতুন ঘরের কাজ শেষে উপকার ভোগীদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার(১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত  উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়ন ও ৩ নং রায়েন্দা ইউনিয়নে নির্মানাধীন ঘর পরিদর্শন করেন শরণখোলা উপজেলার নবাগত ইউএনও খাতুনে জান্নাত ।

জানা গেছে, উপজেলায় ২’শত ১ টি গৃহহীন পরিবার। তারা এখন নতুন ঘরে বসবাস করছেন । এতে তাদের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জমি তাদের নামে বরাদ্দ দিয়ে বাড়ি করে দেওয়া হয়েছে। দৃষ্টি নন্দন ও সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজের মানও ভালো হয়েছে বলে উপকার ভুগী মোঃ সবুর বয়াতি, ওহাব গাজি,হামিদা বেগম,ছগির হোসেন সহ স্থানীয়রা জানিয়েছেন। তারা জানান সাবেক ইউএনও নিয়মিত নির্মাণ কাজ পরিদর্শন করায় কাজের গুনগতমান অনেক ভাল হয়েছে এবং নতুন ইউএনও তাদের খোঁজ খবর নিয়েছেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মুজিবর্ষ উপলক্ষে দুই শতক জমিসহ গৃহহীনদের জন্য নতুন ঘর উপহার দিয়েছেন। শরণখোলায় আমরা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে ২০১টি নতুন ঘর বরাদ্দ পেয়েছিলাম। সেটি যথাযথভাবে নির্মাণ করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে।