করোনা সংক্রমনের ভয়াবহ রূপ নিয়েছে

মাগুরায় একদিনে আক্রান্ত ১০৮ জন

মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি জুলাই ১০, ২০২১, ০৬:৩৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

মাগুরাঃ করোনা সংক্রমনের ভয়াবহ রূপ নিয়েছে। করোনা কালের মধ্যে মাগুরা জেলায় আজ শনিবার রেকর্ডসংখ্যক ১০৮ জন করোনা আক্রান্ত হয়েছে। যা মাগুরাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাগুরায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৬ জন।

সিভিল সার্জনের কার্যালয় সুত্রে জানা গেছে, গত জুন মাস থেকে মাগুরায় নতুন করে করোনা আক্রান্ত বৃদ্ধি পেতে শুরু করে। গত জুন মাসে জেলায় করোনা আক্রান্ত হয় ৩২৪ জন ও মারা যায় ৪ জন। কিন্তু জুলাই মাসের শুরুতে থেকেই আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। চলতি মাসের প্রথম ১০ দিনে জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৫০১ জন আর মৃত্যুবরণ করেছে ৮ জন।

মাগুরায় এ পর্যন্ত সন্দেহভাজন নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে ১০ হাজার ৯৫৪ জনের। পরীক্ষার ফলাফল এসেছে ১০ হাজার ৫৬০ জনের। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৯ জন। অদ্যাবধি সুস্থ হয়েছে ১৪ শ’৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছে ৫৭৮ জন। হাসপাতালে ভর্তি রয়েছে ৫৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন।

 এদিকে জুন মাসে নতুন করে মাগুরায় করোনা আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন গত ১৪ জুন থেকে শহরে লকডাউন ঘোষণা করে। পাশাপাশি মানুষের চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করে।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে নিয়োমিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। সকলেই বিষয়টি মনিটরিং করছি। করোনার প্রাদূর্ভাব মোকাবেলাই সকলকেই স্বাস্থ্যবিধি মানতে হবে। এ অবস্থায় এখনই সচেতন না হলে আগামউ দিনগুলো উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।