বগুড়াঃ জেলার শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুড় আসাদুল ইসলাম (৪০) খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ জামাই সাব্বির হোসেন (১৭) কে আটক করেছে।
বৃহস্পতিবার (৮জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর পুর্বপাড়া আমতলা তিনমাথা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আসাদুল ইসলাম পারভবানীপুর উত্তরপাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর পুর্বে শফিউল বারী শাহিনের ছেলে সাব্বিরের সাথে আসাদুলের স্কুল পড়ুয়া নাবালিকা মেয়ে শিমুর প্রেমের সর্ম্পকের সুত্র ধরে বিয়ে হয়। কিন্ত বিয়ের পর উভয় পরিবারের মধ্যে আনুষ্ঠানিক কোন সমঝোতা হয়নি।
এদিকে শ্বশুড় তার জামাইয়ের বিরুদ্ধে এলাকায় ‘নেশাগ্রস্থ’ বলে প্রচার করলে জামাই সাব্বির হোসেন ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার রাতে শ্বশুড়কে সে মোবাইল ফোনে ওই স্থানে ডেকে আনে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুড়ের বুকে ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত আসাদুলকে হাসপাতালে নিলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এদিকে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ জামাই সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে। তবে এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের মোবাইলে সংযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।