ব্রাহ্মণবাড়িয়াঃ সদর উপজেলায় নতুন ১৬ জনসহ জেলায় নতুন ২৯ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪৫৮০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৩৮৪০ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৯৮টি রিপোর্টে নতুন আরও ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৬ জন, কসবা উপজেলায় ০৬ জন, আখাউড়ার উপজেলায় ০১ জন, আশুগঞ্জ উপজেলায় ০২ জন, নাসিরনগর উপজেলায় ০১ জন, বিজয়নগর উপজেলায় ০১ জন ও নবীনগর উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৪৫৮০ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২০১৬ জন, আখাউড়া উপজেলায় ৩৩৯ জন, বিজয়নগর উপজেলায় ১৩৭ জন, নাসিরনগর উপজেলায় ১৪৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৫৩ জন, নবীনগর উপজেলায় ৫৬০ জন, সরাইল উপজেলায় ২২৭ জন, আশুগঞ্জ উপজেলায় ৪৩৪ জন ও কসবা উপজেলায় ৪৬৮ জন।
সর্বশেষ জেলায় ৩৮৪০ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া নতুন ১৩ জনের সুস্থতার তালিকা এলাকা ভিত্তিক ভাবে জানা যায়নি। এখন পর্যন্ত সদর উপজেলায় ১৬৯৩ জন, আখাউড়া উপজেলায় ২৫৮ জন, বিজয়নগর উপজেলায় ১২২ জন, নাসিরনগর ১৩২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২৫ জন, নবীনগর উপজেলায় ৫০৩ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৬২ জন ও কসবা উপজেলায় ৩৬২ জন।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৬৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২১ জন, আখাউড়া উপজেলায় ১২ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৩ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৫ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০৪ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৪৪৮০ জন আক্রান্তের মধ্যে ৩৮৪০ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫৫ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৬৩২ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ২৩ জন রোগী।
এখন পর্যন্ত জেলায় ৩৯৭৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৩৯৪৭১ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৪৫৮০ জন আক্রান্ত হয়েছে৷