দোহার-নবাবগঞ্জে অষ্টম দিনেও ৫৮ জনকে অর্থদন্ড

মো. শামীম, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জুলাই ৮, ২০২১, ০৬:৩০ পিএম
ফাইল ফটো
ঢাকাঃ সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের অষ্টম দিনে ঢাকার নবাবগঞ্জে ৩৬ জনকে ৪ হাজার  ৮শ’ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বাগমারা বাজার, কোমরগঞ্জ, বর্দ্ধনপাড়া, আগলা, সাদাপুর, বক্সনগরসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুণ কৃষ্ণ পাল। সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।
 
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, সরকার ঘোষিত চলাচলে বিধি-নিষেধ কার্যকর করতে ও করোনা সংক্রমন রোধে আগামী ১৪ জুলাই রাত ১২ ঘটিকা পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। সরকারি এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।