মানিকগঞ্জঃ পাটুরিয়ায় বন্দর এলাকায় স্থানীয় প্রভারশালী ব্যক্তিরা অবৈধ ভাবে দখল করে বালুর ব্যবসা করছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বলগেট দিয়ে বালু এনে ফেরি ও লঞ্চ ঘাট এলাকার নদীর তীরে রেখে ড্রেজার দিয়ে পাটুরিয়া নৌ-বন্দর এলাকায় স্তুপ করে রেখে বিক্রি করা হচ্ছে।
এ বালু ভেকু দিয়ে কেটে ট্রাকে করে প্রতিদিন শত শত ট্রাক বালু বিক্রি আসছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। শিবালয় উপজেলার পাটুরিয়ায় ফেরি ও লঞ্চ ঘাটের কয়েক গজের মধ্যে রেখে দিনরাত এ বালু কেটে বিক্রি করা হচ্ছে। মহামারির মধ্যেও গত কয়েক মাস ধরে নদীরে ও বিআইডব্লিউটিএর বন্ধর এলাকা এবং পাটুরিয়া-ঢাকা মহাসড়কের সাথে বালু স্তুপ করে ভেকু দিয়ে বালু কেটে ট্রাকে করে বিক্রি করায় স্থানীয় এলাকা বাসীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহস করপোরেশন বিআইডব্লিউটিসির আরিচা অফিস সুত্রে জানা যায়, প্রতি বছর বর্ষা মৌসুমে এক নম্বর ফেরি ঘাট ও লঞ্চ ঘাট এলাকা ভাঙ্গনের কারনে ওই ঘাট রক্ষা করার জন্য লাখ লাখ টাকা ব্যায় করতে হয়। কিন্ত বিআইডব্লিউটিএর এক শ্রেণীর দুনীতিবাজ কর্মকর্তাকে ম্যানেজ করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ ভাবে গত কয়েক মাস ধরে নদীর তীর থেকে বালু কেটে বিক্রি করা বন্ধ করলেও বন্দর এলাকা অবৈধ ভাবে দখল করে নৌকা যোগে বালু এনে বিক্রি করা হচ্ছে । এদিকে গত কয়েক মাস নদীর তীর থেকে বালু কেটে বিক্রি করায় বর্ষা মৌসুমে স্থানীয়রা তাদের নদীর তীরবর্তী ফসলি জমি ও ঘরবাড়ী নদীর গর্ভে বিলিন হওয়ার আংশকা করছেন স্থানীয় এলাকাসী।
এছাড়া বিআইডব্লিউটিএর বন্দর এলাকা দখল করে নৌকা যোগে বিভিন্ন এলাকা থেকে বালু এনে টুপ করে ট্রাকে করে বিক্রি করায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ বুধবার বিকেলে পাটুরিয়া ঘাট এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন বিআইডব্লিউটিএর পাটরিয়া নৌ-বন্দর এলাকার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে দখল করে নৌকা যোগে বালু এনে টুপ করে রেখে ট্রাকে প্রতিদিন বালু বিক্রি করা হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, আলমঙ্গীর হোসেন, মিন্টু, লুতফর, ওসমান ও রানা শিকদারসহ ৮-১০ জন প্রভাবশালী ব্যক্তি বালু টুপ করে বিক্রি করছেন। পাটুরিয়া বিআইডব্লিউটিএর বন্দর এলাকায় বালু ব্যবসায়ী ব্যবসায়ী মিন্টু জানান, জমির মালিকের কাছ থেকে জমি বন্ধক নিয়ে বালুর ব্যবসা করছেন। বালু ব্যবসায়ী আলমঙ্গীর হোসেন জানান, আবিচা বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সাথে আলাপ করে বন্দর এলাকায় এ বালুর ব্যবসা করা হচ্ছে। আরিচা অফিসের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএর) বন্দর কর্মকর্তা মাসুদ রানা জানান, বিআইডব্লিউটিএর বন্দর এলাকায় বালুর ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা জানান, বিআউডব্লিউটিএর বন্দর এলাকা অবৈধ দখল করে বালু বিক্রি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।