১৪৫৭  পরিবার  প্রধানমন্ত্রীর  উপহার পেয়ে খুশী

  বেতাগী (বরগুনা ) প্রতিনিধি জুলাই ৭, ২০২১, ০৭:২৩ পিএম
ছবিঃ আগামী নিউজ

বরগুনাঃ উপকূলীয় জনপদ বরগুনায় ১৪৫৭  পরিবার  মহামারী করোনার চরম সংকটকালে প্রধানমন্ত্রীর  উপহার পেয়ে তাদের মাঝে আনন্দের বন্যা বইছে। 

করোনা ভাইরাস বিস্তাররোধে বিধিনিষেধ আরোপের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ  করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু-এমপি।

বুধবার বেলা ১১ টায় বরগুনা সার্কিট হাউজ মাঠ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ সহযোগিতা প্রদান করেন। 

বরগুনা জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর বাস্তবায়নে, বরগুনার নৌ পরিবহন শ্রমিক, পাদুকা শিল্পী, রৌপ্য শিল্পী, মিশুক সমিতি, অসচ্ছল মুক্তিযোদ্ধা, সড পরিবহন সমিতি, গোপনীয় শাখা, হতদরিদ্র, ফুলের দোকানের শ্রমিক, লঞ্চঘাট শ্রমিক, সদর হাসপাতাল করোণা ওয়ার্ড, স্বপ্নের ঠিকানা, নরসুন্দর শ্রমিক, লাইটিং শ্রমিকদের মাঝে এ  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসান-সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ত্রান হাতে পেয়ে একাধিক উপকারভোগী জানান, এর ফলে তারা উপকৃত  ও খুশী হয়েছেন।