মোঃ জামাল হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি
জুলাই ৭, ২০২১, ০৭:২১ পিএম
ছবিঃ আগামী নিউজ
শরীয়তপুরঃ করোনা সংকটের শুরু হতেই সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে চলমান লকডাউনে মানবিক কার্যক্রম চালাচ্ছে নেতাকর্মীরা।
এরই অংশ হিসেবে শরীয়তপুরে বিনামূল্যে অক্সিজেন সেবা দেবে যুবলীগ। যুবলীগের টেলিমেডিসিন টিমের প্রধান সমন্বয়ক ও প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর উদ্যোগে শরীয়তপুর জেলায় বিনামূল্যে এই অক্সিজেন ব্যাংক সেবা চালু করা হয়েছে। বুধবার ৭ জুলাই বিকেলে নড়িয়ায় মাজেদা হাসপাতালে বিনামূল্যে এই অক্সিজেন ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করেন ডা.খালেদ শওকত আলী। খোলা হয়েছে হটলাইন নাম্বার (+৮৮০১৭৭৪১১৭৭২০ )। ফোন আসলেই শরীয়তপুরের যেকোন প্রান্তে বিনামূল্যে বাড়িতে অক্সিজেন পৌঁছে দিবে যুবলীগের নেতাকর্মীরা।
কর্মসূচি উদ্বোধনকালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলী বলেন, মানবিকতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ মানবিক সংগঠনে পরিণত হয়েছে। যুবলীগের মানবিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সমগ্র বাংলাদেশে হাজার হাজার যুবলীগ নেতা কর্মী আজ অসহায় মানুষের জন্য যার যা কিছু আছে তাই নিয়ে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার যে কোন প্রান্ত থেকে ফোন আসলেই নিজস্ব এ্যাম্বুলেন্সে যুবলীগের নেতাকর্মীরা বিনামূল্যে ঘরে পৌছে দিয়ে আসবে অক্সিজেন সিলিন্ডার, সেই সাথে সরকারী হাসপাতালকেও প্রয়োজনে সাপোর্ট দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, মাজেদা হাসপাতালের ব্যাবস্থানা পরিচালক ডা. তানিয়া খালেদ আলী, নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম রাজিব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন হাওলাদার, সেলিম ঢালী, আক্তার ঢালী, এ্যাড. সানোয়ার হোসেন, মোহাম্মদ আলী মৃধা প্রমুখ।
উপস্থাপনায় ছিলেন নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ কামাল মৃধা।
আয়োজকরা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারণে সারাদেশে বেশিরভাগ রোগী শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন। বর্তমানে অনেক রোগী হাসপাতালসহ নিজ বাড়িতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা গ্রহণ করছেন। এ অবস্থায় অনেক করোনা রোগীর হঠাৎ করেই দেহের অক্সিজেন ঘাটতি দেখা দিচ্ছে। এ ক্ষেত্রে অনেক সময় বুঝে ওঠার আগেই রোগী অক্সিজেন স্বল্পতার কারণে মৃত্যুবরণও করছেন।
তাদের কথা চিন্তা করেই শরীয়তপুর ২ আসনের ৬বারের সাবেক এমপি সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা মরহুম কণেল অবঃ শওকত আলী সুযোগ্য সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলীর উদ্যোগে ২৫ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শরীয়তপুর জেলাব্যাপী এই কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিন ২৪ ঘন্টা যুবলীগের ৮ জন নেতাকর্মি ফোন আসলে ঘরে পৌঁছে দিবেন অক্সিজেন।