গাজীপুরঃ পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (৭ জুলাই) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কোনাবাড়ি বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত ইমরান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বাইমাইল এলাকার মজিবুর রহমানের ছেলে সামির হোসেন (১৬) ও একই এলাকার ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে হাসান (১২)।
এসআই শওকত ইমরান জানান, নিহত সামির বড় ভাইয়ের মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে বের হন। সাথে ভাড়াটিয়ার ছেলে হাসানকেও নিয়ে যান। বাইমাইল ‘ময়লার পাহাড়’ হিসেবে পরিচিত স্থানে পৌঁছলে পানিতে পিছলে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, দুপুরে মহানগরের রাজেন্দ্রপুর এলাকার বাংলাবাজার-মির্জাপুর সড়কের আলম মার্কেটের সামনে ইজিবাইকের চাপায় রাহান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাহান বাংলাবাজার এলাকার বেলালের বাড়ির ভাড়াটিয়া রাসেল মিয়ার ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বশির উদ্দিন জানান, রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় রাহান গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।