নারায়নগঞ্জঃ লকডাউনের সপ্তমদিনে নারায়ণগঞ্জে আইন শৃংখলাবাহিনী তৎপরতা ও বৃষ্টির কারণে গতকালের তুলনায় মানুষ ও রিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল কম ছিল। তবে পাড়া মহল্লা বিভিন্ন অলিগতিতে দোকন খুলা ছিল এবং সামাজিক দুরত্ববজায় না রেখেই চা দোকানে আড্ডা করতে দেখো গেছে।
নারায়ণগঞ্জে প্রতিদিনই নিত্য নতুন সংক্রমণের রেকর্ড গড়ছে। গত ২৪ ঘন্টায় দুইজন ৫৮ বছর ও ৬০বছর বয়সী নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ যাবৎ মোট ২শ’২৭ জনের মৃত্যু হয়েছে। আর ১৫৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ১৪ হাজার ৭শ’৭২জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে বুধবার সকালে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রধান সড়ক গুলোতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী বিজিবি রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, আনসার সদস্যসহ আইন শৃংখলাবাহিনীর কঠোর নজরধারি থাকলেও পাড়া মহল্লায় তা ছিল না।
৬ জুলাই থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৪৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ২০ হাজার ২শ’৪৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ৪ জন, বন্দরে ৩১ জন, এনসিসি এলাকায় ৫৩ জন, রূপগঞ্জে ২৪ জন, সদর উপজেলায় ৩১ জন, সোনারগাঁও এলাকায় ১৩জন আক্রান্ত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ যাবৎ আড়াইহাজারে আক্রান্ত ৯শ’৭০ জন ও মারা গেছেন ৪ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১হাজার ৭৪জন ও মারা গেছেন ১০ জন। এনসিসি এলাকায় মারা গেছেন ১শ’১৭জন ও আক্রান্ত ৫ হাজার ৫শ’৭২জন। রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭শ’২৪জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪৪ জন ও আক্রান্ত ২ হাজার ৯শ’৯৪ জন এবং সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ৪শ’৩৮জন ও মারা গেছেন ৩৮ জন