জলঢাকায় ভারতীয় গরুসহ ৪ পাচারকারী আটক

জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ জুলাই ৬, ২০২১, ০৭:৩৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

নীলফামারীঃ জেলার জলঢাকায় সোমবার গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানে'র নেতৃত্বে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর যৌথ অভিযানে শিমুলবাড়ী ইউনিয়নের বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠ থেকে ভারতীয় ছয়টি গরু ও পাচারকারী চক্রের চারজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। 

রাতেই গরু গুলো জব্দ করে এবং পাচারকারী চারজনের নামে জলঢাকা থানায় একটি মামলা হয়, মামলা নং-০৪/২১। মামলায় ছয়টি গরুর আনুমানিক মুল্য দেখানো হয়েছে ৮ লক্ষ টাকা। এই মামলার বাদী মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সফিকুল ইসলাম। আটককৃতরা হলেন, ইসমাঈল হোসেন বাহার, পিতা মৃত.সালেহ আহমেদ, সাং দুই নং হাটগাও, দাউদ হোসেন মুন্না পিতা মৃত. সফিউল্লাহ সাং বদ্রগাও উভযের থানা সোনাইমুড়ি জেলা নোয়াখালী, আলী হোসেন পিতা মৃত. সাতারু মামুদ, আমিজার রহমান পিতা মৃত. খইরুদ্দিন উভয়ের সাং আরাজী শিমুলবাড়ী থানা জলঢাকা, জেলা নীলফামারী। 

মামলার আইও মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুর রহিম জানান, গরুসহ আসামীদের আদালতে নেওয়ার পর গরু গুলো নিলামের জন্য আদালতে আবেদন করা হবে। তিনি আরও জানান, গরু ছয়টির মালিকানা কাগজ পত্রাদী এখন পযন্ত দেখাতে পারেনি, যদি দেখাতে পারে গরু দেয়া যাবে কিনা তা আদালত বিবেচনা করে দেখবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান মুঠোফোনে বলেন,  অভিযান চালিয়ে শিমুলবাড়ী বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠ থেকে ভারতীয় ছয়টি গরু ও পাচারকারী চক্রের চারজনকে আটক করি। মালিকানা কাগজ-পত্রাদী দেখাতে না পারায় নিয়মিত মামলার জন্য থানায় পাঠানো হয়।