নারায়ণগঞ্জে ব্যাংক ও বুথের সামনে লম্বা লাইন !

রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জুলাই ৬, ২০২১, ১১:৪৪ এএম
ছবিঃ আগামী নিউজ
নারায়ণগঞ্জঃ কঠোর লকডাউনের ষষ্টদিন আইন শৃংখলাবাহিনী তৎপরতা থাকলেও মানুষ ও রিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল বেড়েছে। পাড়া মহল্লায় বিভিন্ন দোকন খুলা ও চা দোকানে আড্ডা করতে দেখো গেছে।
 
মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ব্যাংক ও বুথ’র সামনে লম্বাভিড় দেখা গেছে, মানা হয়নি সামাজিক দুরত্ব।

প্রধান সড়ক গুলোতে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী বিজিবি রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, আনসার সদস্যসহ আইন শৃংখলাবাহিনীর কঠোর নজরধারি থাকলেও পাড়া মহল্লায় তা ছিল না।  

প্রধান সড়ক গুলোতে ওষুধ ও খাদ্য সামগ্রীর দোকান ছাড়া সব ধরণের দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। চলাচল বন্ধ রয়েছে গণপরিবহন। বিধিনিষেধ কার্যকর ও বিধিনিষেধের অমান্য করে কেউ বের হলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে।

মরণঘাতি করোনাভাইরাসের সংক্রামন বেড়েই চলেছে নারায়ণগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২৩ জনের। এতে আক্রান্ত হয়েছে ১৬৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪ হাজার ৬১৬ জন। তবে নতুন করে মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ২২৫ জনেই আছে।

এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ৩৭৮ জন। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ১৯ হাজার ৭৪৬ জনের।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১১৪ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১৯ জন, সদরে মারা গেছেন ৪৪ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৬৩ জন, বন্দরে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত হয়েছেন ১হাজার ৪৩ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭০০ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৮ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৫ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন।