রাঙ্গামাটিঃ প্রবল বৃষ্টিপাতে ৫টি দোকান ভেঙ্গে মাটির নীচে চাপা পড়ে বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে পৌনে দশটায় শহরের রিজার্ভ বাজারে আব্দুল আলী একাডেমী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি কবির হোসেন।
স্থানীয়দের সুত্রে জানাগেছে, দোকানগুলো কাঠের খুটিঁর উপর নির্মিত ছিলো। গত কয়েকদিন প্রবল বৃষ্টিপাতের ফলে মাটি নরম হয়ে যায়। বৃষ্টির কারনে খুঁটির নীচের দিকে মাটি নরম হয়ে সরে গিয়ে অত্যন্ত ঝূঁকিপূর্ন অবস্থায় ছিল। আজ সকালে বিষয়টি তাদের নজরে পড়ে দোকানদাররা নিজেদেরকে নিরাপদ দূরত্বে আশ্রয় নেয়।
আজ সকালে মালামাল ভর্তি পাঁচটি দোকান নিয়ে পুরো ঘরটি ভেঙ্গে মাটির নিচে চাপা পড়ে যায়। এই ঘটনার সাথে সাথেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন।
ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানিয়েছেন, এই দূর্ঘটনায় অন্তত ৩০-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হতে পারে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থদের অভিযোগ মালিকপক্ষকে বারংবার বলার পরেও দোকানগুলো মেরামতের কোনো উদ্যোগ না নেয়ায় এ দূর্ঘটনাটি ঘটে।
এদিকে মাটির নিচে ৫টি দোকান বিধ্বস্ত হওয়ার বিষয়টি পুরো শহরে জানাজানি হলে পাহাড়ের পাদদেশে বসবাসরত জনবসতিদের মাঝে আতংকের বিরাজ করছে। তবে পাহাড়ের পাদদেশে বসবাসরত জনবসতীদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যেতে আহ্নবান জানিয়েছেন।