রাজশাহীঃ প্রায় দেড়শ অসহায় মানুষের মাঝে রান্না করে খাবার বিতরণ করেছে মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (আইএইচসিআরএফ)।
সোমবার (৫ জুলাই) দুপুরে নগরীর নিউ মার্কেট এলাকায় সংগঠনটির রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়। সর্বাত্মক লকডাউনে অসহায় মানুষদের কষ্টের কথা বিবেচনা করে এমন কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
সোমবার দ্বিতীয় দিনের মতো খাবার বিতরণ হয়। এর আগে রবিবার প্রথম দিনে কার্যক্রম শুরু করে সংগঠনটি। তবে এদিন আইএইচসিআরএফ‘র রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মিজানুর রহমান পাইলটের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাগর নোমানীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের হাতে খাবার তুলে দেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম দৈনিক রাজশাহীর আলো‘র সম্পাদক আজিবার রহমান, নির্বাহী সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন, দৈনিক সকালের সময়ের রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, ভোরের কাগজ ও আগামী নিউজের প্রতিনিধি আমানুল্লাহ আমান প্রমুখ।
খাবার বিতরণকালে আইএইচসিআরএফ‘র বিভাগীয় কমিটির অন্যান্য নেতা এবং সদস্যরা উপস্থিত ছিলেন। অসহায়দের মাঝে রান্না করে খাবার বিতরণের এমন কর্মসূচি আরো অন্তত এক সপ্তাহ চলমান থাকবে বলে সংগঠনের নেতারা জানিয়েছেন।